মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধানমন্ডিসহ রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১০ নভেম্বর ২০২৫

ধানমন্ডিসহ রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি, মিরপুর মোহাম্মদপুরে আলাদা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোথাও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ৭টার দিকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে ফরিদা আখতারের প্রতিষ্ঠানপ্রবর্তনা ভেতর সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে দুটি বিস্ফোরিত হয়। তবে কোনো স্থানে হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়