মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১০ নভেম্বর ২০২৫

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

ছবি সংগৃহীত

৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্পের অর্থায়ন আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৮টি, সংশোধিত ২টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ২টি প্রকল্পের।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

  • মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প

  • কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন (৩য় সংশোধিত)

  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন

  • চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)

  • সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়, ১ম সংশোধিত)

  • ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় অফিসার্স বাসস্থান নির্মাণ

  • নড়াইল-কালিয়া মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত, মেয়াদ বৃদ্ধি)

  • বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও ৯টি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে এআই প্রযুক্তিতে যুব দক্ষতা উন্নয়ন, উপকূলীয় বন ব্যবস্থাপনা, মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল উন্নয়ন, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, এবং র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়