বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ৬ নভেম্বর ২০২৫

আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

দলীয় কোন্দল ও সহিংস রাজনীতি থেকে দূরে থাকতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “অস্ত্রের রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে।”

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে এনসিপির উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জনসংযোগে গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গে হাসনাত বলেন, “দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করুন। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে। যারা এই সংস্কৃতি তৈরি করেছে, তাদের বিচার হবে।”

তিনি আরও বলেন, “যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন, তারা চাইলে এনসিপিতে আসতে পারেন। আমরা জোট নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাসী।”

সরকারি উপদেষ্টাদের কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসনাত বলেন, “এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রকল্প হলো স্বাস্থ্য উপদেষ্টা। আর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা জুলাই যোদ্ধাদের পাওনা মেটাতে টালবাহানা করছেন। শিগগির সমাধান না হলে তা আদায় করা হবে।”

নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এনসিপিতে একা সফলতার সুযোগ নেই। কোরাম পলিটিক্স বাদ দিয়ে সবাই মিলে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, দক্ষিণ জেলার সমন্বয়ক মোহাম্মদ হাসান আলী, উত্তর জেলার সমন্বয়কারী সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় নেতা জুবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ, জুবাইরুল আলম মানিক, জাওয়াদুল করিম, এহসানুল মাহবুব জুবায়ের ও মীর আরশাদুল হক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়