বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কেন বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ, জানালেন নিজেই

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৬ নভেম্বর ২০২৫

কেন বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ, জানালেন নিজেই

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে স্নিগ্ধ লেখেন, তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, “আমি বা আমার ভাইয়েরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। আমি বিশ্বাস করি, মুগ্ধসহ সব শহিদ কোনো দলের নয়, তারা দেশের সম্পদ।”

স্নিগ্ধ বলেন, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের প্রতিনিধিত্ব করার। তিনি যুক্তি দেন, বিএনপির দীর্ঘ সংগ্রামের ইতিহাস, রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মপরিকল্পনা তাঁকে আকৃষ্ট করেছে।

তার ভাষায়, “জুলাইয়ের প্রতিনিধিত্ব সব পরিসরে থাকা প্রয়োজন। বিএনপির সঙ্গে যুক্ত হলে সেই ঐক্য আরও শক্তিশালী হবে।”

স্ট্যাটাসে তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান তিনি তরুণদের প্রতিনিধিত্ব করুন। স্নিগ্ধ বলেন, এতে করে জাতীয়তাবাদী দল ও তরুণ প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক ঐক্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়