সংগৃহীত
এলএলবি অনার্সের ফলাফলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়েছেন সম্প্রতি শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। ব্যাচে তৃতীয় স্থান লাভ করেন তিনি।
রবিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের অষ্টম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। সেখানেই এই তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, অবন্তিকা অষ্টম সেমিস্টারে মোট ৩.৭৩ সিজিপিএ পেয়েছেন। তার মধ্যে “স্পেশাল পেনাল ল” কোর্সে ৩.৭৫, “ল অব ক্রিমিনাল প্রোসিডিউর”-এ ৩.৫০, “কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিং”-এ ৩.৫০, “লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং”-এ ৩.৭৫, “লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স”-এ ৪.০০ এবং মৌখিক পরীক্ষায়ও তিনি ৪.০০ সিজিপিএ পেয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট করে জবি’র সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। এই ঘটনায় অবন্তিকার মায়ের পক্ষ থেকে কুমিল্লার কোতোয়ালী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয়।
এনপি/আর