ছবি: ইন্টারনেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফায়ার-২ এ আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে কাগজ-কলমে দুই দলই সমান শক্তিশালী। দলীয় এই লড়াই ছাপিয়ে সাকিব-তামিমের ব্যক্তিগত দ্বৈরথে পরিণত হতে পারে। এবারের বিপিএলে এই দুই দলের এটি তৃতীয় লড়াই। আগের দুই দেখায় একবার করে জয় পেয়েছ রংপুর ও বরিশাল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। আজ মুখোমুখি হতে যাওয়া দুই দল বরিশাল আর রংপুরের ম্যাচেও নিশ্চিত গ্যালারি ভেসে যাবে লাল-নীল রঙের বন্যায়। আর সেখানে সবচেয়ে বেশি ধ্বনিত হতে পারে সাকিব, তামিম নাম দুটিই। বিপিএলে রংপুর-বরিশাল ম্যাচের আরেক নামই যে হয়ে দাঁড়িয়েছে সাকিব বনাম তামিম দ্বৈরথ!