জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস আগামী ১৯ অক্টোবর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে কনসার্টের আয়োজন থাকবে। এ লক্ষ্যে এবার বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ৪টি ব্যান্ডদল ট্রাভেলার্স, মনের মানুষ, স্বপ্নবাজি, কিম্ভূত গান পরিবেশন করবে।
গত বুধবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, ব্যান্ড মিউজিক এসোসিয়েশন এর উপদেষ্টা এবং ট্রাভেলার্স ব্যান্ডের ভোকাল নীলপদ্ম রায় প্রান্ত বলেন, প্রতিবারের ন্যায় এবারও বছর ঘুরে চলে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিবছর ২০ অক্টোবর ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার কমতি থাকে না। এবার বিশ্ববিদ্যালয় দিবস ১৯ অক্টোবরে অনুষ্ঠিত হবে। যদিও এবার কনসার্ট অনেকটা ছোট পরিসরে হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন ব্যান্ড না থাকলেও আমরা সবাইকে দারুণ এক মুহূর্ত দেয়ার জন্য প্রস্তুত। সবাইকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৪ টায় মুজিব মঞ্চে সাদর আমন্ত্রণ।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলে উদ্বেলিত ও উৎফুল্ল হয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর পূর্তি উদযাপনে মুখীয়ে আছি আমরা।































