বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রিলস বানালেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৭ ডিসেম্বর ২০২৫

রিলস বানালেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভিন্নধর্মী এক কর্মসূচি ঘোষণা করেছে দলটি।আমার ভাবনায় বাংলাদেশশিরোনামে একটি জাতীয় রিলস (শর্ট ভিডিও) মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নিলে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ মিলবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, প্রতিযোগিতাটি আজ থেকেই শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত, যেদিন তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

মাহাদী আমিন বলেন, দেশ-বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ এই সময়ের মধ্যে এক মিনিটের ভিডিও রিলস তৈরি করে নিজেদের ভাবনা, প্রত্যাশা বা পরিকল্পনা তুলে ধরতে পারবেন। ভিডিওগুলো বক্তব্য, গান, সংলাপ, স্যাটায়ার, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবি শিল্পকর্মের সমন্বয়ে নির্মিত হতে পারে। গঠনমূলক সমালোচনা, নতুন চিন্তা দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপনের সুযোগও এতে থাকবে।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিতদের মধ্যে শীর্ষ ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, উদ্যোগের লক্ষ্য দেশ গঠনের বৃহত্তর পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করা এবং একটি গণমুখী রাজনৈতিক ধারার সঙ্গে নাগরিকদের সরাসরি সংযোগ তৈরি করা।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, . জিয়াউদ্দিন হায়দার, বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়