ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পাশাপাশি এই আয়োজন তার জন্য ব্যক্তিগতভাবেও তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আলোচনা সভায় বক্তব্যে তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনা, প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা এবং দেশ গঠনের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতার পর মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখলেও বিভিন্ন সময়ে সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে।
দেশের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের চর্চা ধীরে ধীরে সংকুচিত করা হয়েছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, সামনের দিনগুলো সহজ হবে না, তবে ঐক্য বজায় রাখতে পারলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর দেশকে এগিয়ে নেওয়ার নানা উদ্যোগ ও পরিকল্পনা বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে।































