রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তারেক রহমানের প্রত্যাবর্তন: ‘অবিস্মরণীয়’ দিন করতে প্রস্তুত বিএনপি

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তন: ‘অবিস্মরণীয়’ দিন করতে প্রস্তুত বিএনপি

ছবি সংগৃহীত

১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণকালের অন্যতম বড় রাজনৈতিক ঘটনায় রূপ দিতে চায় বিএনপি। লক্ষ্যে রাজধানী ঢাকায় বৃহৎ জনসমাগমের পরিকল্পনা করেছে দলটি।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। দিনটি ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

দলীয় নেতাদের প্রত্যাশা, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমর্থক ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে গুলশান-বনানী পর্যন্ত জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলটির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্ত। নির্বাচনের আগে তাঁর দেশে ফেরা দলের নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়