ছবি সংগৃহীত
১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণকালের অন্যতম বড় রাজনৈতিক ঘটনায় রূপ দিতে চায় বিএনপি। এ লক্ষ্যে রাজধানী ঢাকায় বৃহৎ জনসমাগমের পরিকল্পনা করেছে দলটি।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। দিনটি ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাদের প্রত্যাশা, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে গুলশান-বনানী পর্যন্ত জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। এ জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলটির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত। নির্বাচনের আগে তাঁর দেশে ফেরা দলের নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।































