ফেনীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস, যা এ বছরের সর্বোচ্চ।
টানা বৃষ্টির ফলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।