মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, আষাঢ় ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ৭ জুলাই ২০২৫

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে নয়, আমরা চাই আগে বিচার ও সংস্কার হোক।

আজ ৭ জুলাই সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, আগামী ৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে এবং তার আগে সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণা করার আহ্বান জানান। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানকে অবমূল্যায়ন ও খারিজ করা হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে ‘মবতন্ত্র’ বলা হচ্ছে। এই পরিস্থিতিতে অভ্যুত্থানের স্বীকৃতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ৩ আগস্ট ঢাকায় আবারও জনসমাবেশের ডাক দেন হাসনাত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়