
ছবি সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে হজ করলে তা কবুল হয় না। ৯ এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুসখোররা যখন হজে গিয়ে হাজিরা দেয়, ফেরেশতারা বলেন—তাদের হাজিরা কবুল হয়নি। তিনি সবাইকে সৎ পথে উপার্জনের আহ্বান জানান।
হজযাত্রীদের শারীরিক কষ্ট ও ত্যাগের মানসিকতা রাখার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, পরিবহন না পেলে পায়ে হেঁটে মিনা, আরাফা, মুজদালিফায় যেতেও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, হজ প্রশিক্ষণ গ্রহণে মনোযোগী হতে হবে, এতে হজ পালনের আনুষ্ঠানিকতা সহজ হয়। হজকে ভাগ্যের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, অনেকের অর্থ থাকলেও হজে যেতে পারেন না—সবকিছু আল্লাহর নির্ধারিত পরিকল্পনার অংশ।