মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, আষাঢ় ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে : প্রেস সচিব

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৭ জুলাই ২০২৫

সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে : প্রেস সচিব

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের কারণে দেশে দ্রুত মূল্যস্ফীতি কমছে।
সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুন ২০২৫ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২ শতাংশ-পয়েন্ট কম। খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
অন্যদিকে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, কমিশন কোনো প্রস্তাব চাপিয়ে দিচ্ছে না। বরং দলগুলোর মতামতের ভিত্তিতে প্রস্তাব সংশোধন করা হচ্ছে।
তিনি বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন সচেষ্ট, এবং আলোচনার মাধ্যমে অগ্রগতি হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়