শনিবার ০৫ জুলাই ২০২৫, আষাঢ় ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কলম্বোয় আজ সিরিজে ফেরার লড়াই, চাপে মিরাজরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ৫ জুলাই ২০২৫

কলম্বোয় আজ সিরিজে ফেরার লড়াই, চাপে মিরাজরা

ছবি সংগৃহীত

প্রেমাদাসায় আজ বাংলাদেশের সামনে সিরিজে টিকে থাকার লড়াই। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় সম্ভাবনাময় ম্যাচ হাতছাড়া হয়েছে। বোলিং ফিল্ডিংয়ে ভালো করেও ২৪৪ রানের লক্ষ্যে পৌঁছানো যায়নি। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে দলের ভেতরে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কার প্রতিনিধি সনাথ জয়াসুরিয়া বলেন, বাংলাদেশ ভালো খেললে জয়ের সুযোগ আছে। তবে প্রেমাদাসার ব্যাটিং সহায়ক উইকেটে টাইগারদের ব্যর্থতা আড়াল করা যাচ্ছে না।

দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন বিশ্রামে থাকায় একাদশে আসতে পারেন হাসান মাহমুদ বা নাহিদ রানা। স্পিন বিভাগে তানভীর ইসলামের সঙ্গে রিশাদ হোসেনকে রাখা হতে পারে। মিরাজ টানা পাঁচ ম্যাচে উইকেটশূন্য, যা ভাবাচ্ছে দলকে।

টানা সাতটি ওয়ানডে হারা বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ের নিচে নেমে যাওয়ার শঙ্কায়। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের স্বপ্ন ধরে রাখতে আজকের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে হবে।

তামিম বলেন, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সবাই জানে আমাদের কী করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়