
ছবি সংগৃহীত
বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ভিআইপি রুম না পাওয়ায় মনির তার অনুসারীদের নিয়ে গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হামলা চালান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আরও কয়েকজন হামলায় অংশ নেন।
হোটেলের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মনিরসহ ৫ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন। আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এজাহারে বলা হয়, টিভি, টেবিল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে হামলাকারীরা ৭০ হাজার টাকা ও ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, আগের দিন মনির নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম চান, না পেয়ে ক্ষুব্ধ হন।
এ বিষয়ে যুবদল থেকে জানানো হয়েছে, মনিরের সঙ্গে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।