রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

“এখনো ভাড়া বাসায় থাকি, দুর্নীতির প্রশ্নই আসে না”— হাসনাত আবদুল্লাহ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ৩০ আগস্ট ২০২৫

“এখনো ভাড়া বাসায় থাকি, দুর্নীতির প্রশ্নই আসে না”— হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের আগে কিছু শর্ত মানতে হবে। তিনি বলেন, আম্পায়ার যেন কোনো দলের পক্ষে না থাকেন, সেটি লিখিতভাবে নিশ্চিত করতে হবে। মুখের কথায় নয়, আইনগত ভিত্তিতে নিয়ম তৈরি করতে হবে, যাতে ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া যায়।

কুমিল্লার দেবিদ্বারে এক উঠান বৈঠকে তিনি বলেন, গত ১৬ বছর ধরে রাতের ভোট, দিনের ভোট এমনকি মৃত ব্যক্তির ভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই নিয়ম পরিবর্তন জরুরি।

তিনি অভিযোগ করেন, যারা টাকা খরচ করে এমপি হন, তারা পরে দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুট করেন। ভোট কেনা মানে দুর্নীতির টাকা খরচ করা। জনগণ যদি টাকার বিনিময়ে ভোট দেয়, তবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন, রাস্তা বা স্কুল নির্মাণ নয়। এসব প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা মানুষকে বিভ্রান্ত করেন।

নতুন প্রজন্মকে সৎ সাহসী আখ্যা দিয়ে তিনি বলেন, এই প্রজন্ম দুর্নীতি মেনে নেয় না। ভবিষ্যতে কেউ দুর্নীতি করে পার পাবে না। নিজের প্রসঙ্গ টেনে বলেন, তিনি এখনো ভাড়া বাসায় থাকেন, দুর্নীতির মাধ্যমে অর্থ আনার প্রশ্নই আসে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা আলম মিতু, জাহাঙ্গীর আলম আমির হোসেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়