
ছবি সংগৃহীত
কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় মেরুন পোশাক পরিহিত যুবক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউকে প্রতিনিধিত্ব করেনি। ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত চলছে।
নুরুল হক নুরের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য সম্পাদক জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ বলেন, বহিরাগতরাও হামলায় অংশ নিয়েছে, ছাত্রলীগ-যুবলীগ কর্মীরাও জড়িত থাকতে পারে। শুক্রবার বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষে নুরসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করেছে।