
ছবি সংগৃহীত
জুলাই সনদ নিয়ে মতভিন্নতা কমাতে বিএনপি ও জামায়াতের মধ্যে এক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, তবে কোনো অগ্রগতি হয়নি। মন্ত্রিপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আর জামায়াতের প্রতিনিধিত্ব করেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
এর আগে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে। তারা সবাই নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন চায়। প্রয়োজনে আন্দোলনের কথাও এসেছে আলোচনায়।
বিএনপি জানায়, তারা ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর) পদ্ধতি মানবে না এবং নির্বাচনের আগে সংবিধান সংশোধনেও রাজি নয়। অন্যদিকে জামায়াত চায় নির্বাচনের আগেই সংবিধান সংস্কারসহ সনদের বাস্তবায়ন। তারা সংসদের উভয় কক্ষে পিআর ব্যবস্থার দাবি তুলেছে।
ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ৮৪ সংস্কারের মধ্যে ৭৩টিতে সমঝোতা হলেও ১১টিতে ভিন্নমত রয়ে গেছে, যার বেশিরভাগই বিএনপির আপত্তি। বিএনপির অবস্থান হলো, সংবিধানের ওপরে সনদের প্রাধান্য দেওয়া যাবে না। বিপরীতে জামায়াত সংবিধানের ওপরে সনদের অগ্রাধিকার চায় এবং আদালতে প্রশ্ন তোলার সুযোগ বাতিলের পক্ষে।
জামায়াত গণভোট বা রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়ন চাইলেও বিএনপি গণভোটের বিপক্ষে। বৈঠকে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে।
এদিকে জামায়াত খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চায়। তাদের বিশ্বাস, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হলে সংস্কারের গুরুত্ব বোঝানো সহজ হবে।