
ছবি সংগৃহীত
বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিটির সভাপতি হয়েছেন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি, এবং বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান। সদস্য সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করারও সুযোগ থাকবে।