শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কাউকে ‘পুশইন’ করা হচ্ছে না: বিএসএফ মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫

কাউকে ‘পুশইন’ করা হচ্ছে না: বিএসএফ মহাপরিচালক

ছবি সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী দাবি করেছেন, কাউকেই বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে না। তাঁর ভাষায়, “তারা নিজের ঘরে ফিরছেন।”

বৃহস্পতিবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ৫৬তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, বিএসএফ দীর্ঘদিন ধরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার চেষ্টা করছে, তবে আত্মরক্ষার্থে কখনো কখনো বাধ্য হয়ে ব্যবহার করতে হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিএসএফের গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন—দিনে দিনে শিশু পর্যন্ত গুলিবিদ্ধ হচ্ছে, তারা কীভাবে হুমকি হয়ে ওঠে?

চার দিনব্যাপী এ সম্মেলনে দুই পক্ষ সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা জোরদার করার বিষয়ে একমত হয়। বিএসএফ প্রধান ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের পারস্পরিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়