
ছবি সংগৃহীত
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোট নিহতের সংখ্যা এখন ৬২ হাজার ৪ জন। খবর আনাদোলু এজেন্সি।
গত ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন নিহত ও ৩৪৪ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ২৩০ জনে।
মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। গত বছরের অক্টোবর থেকে অনাহারে মোট ২৬৩ জন মারা গেছেন, এর মধ্যে ১১২ জন শিশু।
১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খাদ্য ও ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর হামলায় প্রায় দুই হাজার জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলের অবরোধে গাজায় এখন ভয়াবহ দুর্ভিক্ষ ও স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।