
ছবি সংগৃহীত
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু। অধিকাংশই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী।
মঙ্গলবার রাতে গুজারা শহরে দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। বাসে থাকা সবাই নিহত হন। ট্রাক ও মোটরসাইকেলের চালক ও যাত্রীরাও প্রাণ হারান।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বাসটি ইসলাম কালা সীমান্ত থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল। পুলিশের মতে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। যুদ্ধ ও অবকাঠামো দুরবস্থার পাশাপাশি ট্রাফিক আইন মানা না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেড় মিলিয়নের বেশি আফগান ইরান ছাড়তে বাধ্য হয়েছেন। বিপুল সংখ্যক অভিবাসীর ফেরত আসায় তালেবান শাসিত দেশটি তীব্র সংকটে পড়তে পারে।