
ছবি সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওই বৈঠকের পর তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক হবে।
হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন ট্রাম্প।
তিনি বলেন, “যুদ্ধবিরতি নয়, আমরা সরাসরি শান্তিচুক্তি চাই। জেলেনস্কি চান, পুতিনও চান, বিশ্ব ক্লান্ত। আমরা এটা থামাব।”
বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।