
ছবি সংগৃহীত
দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহাসিক শুভাঢ্যা খালকে পুনরুজ্জীবিত করতে পুনঃখনন ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “শুভাঢ্যা খালকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই। খালকে ফিরিয়ে আনা জাতীয় স্বার্থ।”
রিজওয়ানা হাসান জানান, পুনঃখননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, পাড় ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। যাতে খাল আবার দখল না হয়, সে জন্য পাড় সুরক্ষিত করা হবে। তিনি খাল দখল ও দূষণ রোধে সেনাবাহিনীর কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণ কমানো সম্ভব হবে। তিনি খাল রক্ষায় সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে ৩১৭ কোটি টাকার এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।