শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করতে চাই: রিজওয়ানা হাসান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ আগস্ট ২০২৫

শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করতে চাই: রিজওয়ানা হাসান

ছবি সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহাসিক শুভাঢ্যা খালকে পুনরুজ্জীবিত করতে পুনঃখনন উন্নয়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ঝাউবাড়ি ব্রিজ এলাকায় কাজের উদ্বোধন করেন পানি সম্পদ পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “শুভাঢ্যা খালকে আমরা আবারও ধলেশ্বরী বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করতে চাই। খালকে ফিরিয়ে আনা জাতীয় স্বার্থ।

রিজওয়ানা হাসান জানান, পুনঃখননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, পাড় ঢালাই, ওয়াকওয়ে নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। যাতে খাল আবার দখল না হয়, সে জন্য পাড় সুরক্ষিত করা হবে। তিনি খাল দখল দূষণ রোধে সেনাবাহিনীর কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ দূষণ কমানো সম্ভব হবে। তিনি খাল রক্ষায় সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়নে ৩১৭ কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়