
ছবি সংগৃহীত
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে গেলে শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান নেন এবং দুপুর ১টার মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দেন। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা।
শিক্ষার্থীদের দাবি—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ।
২. পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার শুধু স্নাতক প্রকৌশলীদের দেওয়া।