
ছবি সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কার দেওয়া হবে।
-
পিস্তল ও শর্টগান: ৫০ হাজার টাকা
-
চায়না রাইফেল: ১ লাখ টাকা
-
এসএমজি: ১ লাখ ৫০ হাজার টাকা
-
এলএমজি: ৫ লাখ টাকা
-
প্রতিটি গুলির জন্য: ৫০০ টাকা
উপদেষ্টা বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীতে এবার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ হচ্ছে। আগে যেখানে নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল, এখন তা বন্ধ হয়েছে। গত এক বছরে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়ায় এ নিয়ে কোনো নেতিবাচক সংবাদও আসেনি বলে দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নিয়োগসহ অন্য কোনো খাতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে রিপোর্ট করতে হবে, তবে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করা যাবে না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খানের রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, তাকে শোকজ করা হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।