
ছবি সংগৃহীত
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে। বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি ঢাকা-ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এ নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।
সম্পাদকীয়তে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রনেতাদের সঙ্গেও দেখা করেছেন, যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের এমন তৎপরতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেলিগ্রাফের মতে, শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতার অভিযোগ ছিল, যা তাঁর পতনের অন্যতম কারণ। এখন নির্বাচনের আগে পাকিস্তানের সঙ্গে প্রকাশ্য সখ্য বাংলাদেশের রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করতে পারে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, ভারতের উচিত বাস্তববাদী দৃষ্টিতে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। নয়াদিল্লি কিছু দলকে অবিশ্বাস করলেও ভূরাজনৈতিক বাস্তবতা দাবি করে যে দ্রুত ঢাকার সঙ্গে কাজের পথ খুঁজে বের করতে হবে।