
ছবি সংগৃহীত
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আইজি প্রিজন জানান, বন্দীদের উৎপাদনমুখী কাজে যুক্ত করা হবে, যাতে তারা নিজের খরচ চালাতে এবং পরিবারকে সহায়তা করতে পারেন। অতিরিক্ত বন্দীর চাপ কমাতে নতুন দুটি কেন্দ্রীয় ও চারটি জেলা কারাগার চালু হয়েছে।
এ ছাড়া কারা অধিদপ্তরে স্বজনপ্রীতি ও দুর্নীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নিয়োগব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হয়েছে এবং ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।