
ছবি সংগৃহীত
রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার কক্সবাজারের হোটেল বে ওয়াচে অংশীজন সংলাপে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
ইউনূস বলেন, “রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।”
প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য দ্রুত রোডম্যাপ তৈরি।
দাতা সংস্থাগুলোকে প্রতিশ্রুতি রক্ষা ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নিপীড়ন বন্ধ এবং বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফেরার সুযোগ দেওয়া।
সহিংসতা বন্ধ ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তোলা।
আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।
জাতিগত নিধনের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া।
ন্যায়বিচার, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধে পদক্ষেপ নেওয়া।
ইউনূস জানান, বাংলাদেশ এখন প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতি, পরিবেশ ও সমাজে। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুর টেকসই সমাধান বৈশ্বিক এজেন্ডায় রাখতে হবে। কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।”