শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৫ আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

ছবি সংগৃহীত

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার কক্সবাজারের হোটেল বে ওয়াচে অংশীজন সংলাপে তিনি প্রস্তাব তুলে ধরেন।

ইউনূস বলেন, “রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে, সমাধানও সেখানে। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ টেকসই প্রত্যাবাসনের জন্য দ্রুত রোডম্যাপ তৈরি।

দাতা সংস্থাগুলোকে প্রতিশ্রুতি রক্ষা টেকসই অর্থায়ন নিশ্চিত করা।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নিপীড়ন বন্ধ এবং বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফেরার সুযোগ দেওয়া।

সহিংসতা বন্ধ রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তোলা।

আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।

জাতিগত নিধনের বিরুদ্ধে আঞ্চলিক আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া।

ন্যায়বিচার, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং গণহত্যা মানবতাবিরোধী অপরাধ বন্ধে পদক্ষেপ নেওয়া।

ইউনূস জানান, বাংলাদেশ এখন প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতি, পরিবেশ সমাজে। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুর টেকসই সমাধান বৈশ্বিক এজেন্ডায় রাখতে হবে। কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়