শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডিআরইউতে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবরুদ্ধ, পরে পুলিশের কাছে সোপর্দ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৭, ২৮ আগস্ট ২০২৫

ডিআরইউতে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবরুদ্ধ, পরে পুলিশের কাছে সোপর্দ

ছবি সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনার সময় সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)সহ অন্তত ১৫ জনকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একদল ব্যক্তি।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে।

সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক আলোচনার আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের থাকার কথা থাকলেও তিনি আসেননি। সভায় বক্তব্য দেন অধ্যাপক হাফিজুর রহমান, যিনি অভিযোগ করেন—“জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি সংবিধান ছুড়ে ফেলার পাঁয়তারা করছে এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অপমান করছে।”

এর পরপরই মিছিল নিয়ে প্রবেশ করা ‘জুলাই যোদ্ধারা’ স্লোগান দেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে তাঁরা আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।

সভায় সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়