শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মার্কিন সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ২১ আগস্ট ২০২৫

মার্কিন সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক অবস্থা জানিয়ে প্রার্থনার অনুরোধ করেছিলেন।

মানবিকতা ও দয়ার জন্য ক্যাপ্রিও পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে। ১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে আদালত কক্ষের ভেতরে-বাইরে অসংখ্য মানুষের মন জয় করেছেন।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’-এ অংশ নিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়।

ফ্রাঙ্ক ক্যাপ্রিও ১৯৩৬ সালের ২৩ নভেম্বর রোড আইল্যান্ডের প্রভিডেন্সে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি বিচারকের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়