
ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনি তদন্তেরও আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর কোনও ধরনের অস্থিতিশীলতা ছড়ানো চলবে না। সহিংসতা ও দলবাজি রোধ করতে সকল গণতান্ত্রিক পক্ষকে সংযম ও সহনশীল থাকতে হবে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গঠনের গুরুত্বও গুরুত্বারোপ করেন।