রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৩০ আগস্ট ২০২৫

নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

ভোলা সদর উপজেলার কালিবাড়ি রোডে নিজ বাড়ির সামনে থেকে মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ৯টার দিকে মরদেহটি পাওয়া যায়।

আরিফ ভোলা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ওই এলাকার বশির উদ্দিন মাস্টারের একমাত্র ছেলে।

নিহতের বাবা জানান, রাতে ছেলেকে ঘরে ঘুমাতে দেখেছিলেন। ভোরে বের হয়ে গেটে তার মরদেহ দেখতে পান। তিনি অভিযোগ করেন, আরিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের মা বলেন, রাত ১টার দিকে আরিফ শরীর খারাপ লাগায় পানি চেয়েছিল। পানি খাওয়ার পর রুমেই ঘুমিয়ে পড়ে। সকালে তার বাবার চিৎকার শুনে বাইরে গিয়ে মরদেহ দেখতে পান।

পরিবারের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আরিফকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরে পিটিয়ে হত্যা করে। নিহত ছাত্রলীগ নেতার বাবা দাবি করেন, আরিফ গত ৫ আগস্ট থেকে প্রায় ছয় মাস আত্মগোপনে ছিলেন। অসুস্থ বাবাকে দেখতে দুদিন আগে বাড়ি ফিরে আসেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়