শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনদের কাছে হস্তান্তর

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৩ আগস্ট ২০২৫

আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনদের কাছে হস্তান্তর

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। শনিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকায় তার মরদেহ নদীতে ভেসে ওঠে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতেই ছেলে ঋতু সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শেখ মো. এহসান জানান, লাশে আঘাতের চিহ্ন নেই, তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর অংশ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মরদেহ গ্রহণের পর স্বজনরা জানান, শেষকৃত্যের জন্য মরদেহ ঢাকার সিদ্ধেশ্বরী বাসা হয়ে সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরবর্তী তদন্তে নতুন তথ্য মিললে তা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়