শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নদীপারে বন্যা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৪ আগস্ট ২০২৫

বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নদীপারে বন্যা

ছবি সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা (৫২.১৫ সেমি) থেকে ১৫ সেমি ওপরে পানি ছিল।

বুধবার সকালে পানি বিপৎসীমার ৭ সেমি ওপরে উঠে পরে ৪ সেমিতে নেমেছিল। কিন্তু রাতের বৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার সকালে তা আবার বেড়ে ১১ সেমি হয় এবং পরে ১৫ সেমিতে পৌঁছায়। এতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তাপারের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি, ডুবে গেছে রোপা আমনসহ নানা ফসলের ক্ষেত। অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন।

গঙ্গাচড়ার লক্ষ্মিটারী ইউপি সদস্য রমজান আলী জানান, সকাল থেকে দ্রুত পানি বাড়ছে এবং নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, পানি বৃদ্ধির ধারা চলতে থাকলে ভয়াবহ বন্যা হতে পারে। ইতোমধ্যে সবাইকে সতর্ক করে উঁচু স্থানে যেতে বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুদিন ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে, ফলে এ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খোলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়