বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ১১ আগস্ট ২০২৫

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে কয়েকজন যুবক তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গণপিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়