বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১১ আগস্ট ২০২৫

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

ছবি সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত নতুন করে আগামী ১৪ সেপ্টেম্বরের তারিখ ঠিক করেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ১২০ বার পিছলো।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। তখন বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মেঘ। রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং দম্পতির ‘বন্ধু’ তানভীর রহমান খান। তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা কারাগারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়