
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এর আগে সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। গতকাল গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, নাসির উদ্দিন উসকানিমূলক কার্যক্রম চালিয়ে সহিংসতার পেছনে ভূমিকা রেখেছিলেন।