
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে নির্ধারিত সময় ৯ সেপ্টেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পর চেম্বার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। একইসঙ্গে রিটকারীকে শিবিরপন্থী জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছিল।