বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফেরত

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২ সেপ্টেম্বর ২০২৫

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফেরত

ছবি সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন বাতিল করে ১৯৭২ সালের মূল অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

এই বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের সাত আইনজীবী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া আদালত বন্ধু এবং আহসানুল করিম ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন।

গত বছরের আগস্টে করা রিটের পর প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুল জারি করে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা কেন সাংবিধানিক নয়, তা জানতে চেয়েছিল। পাশাপাশি বিচার বিভাগীয় সচিবালয় কেন গঠন করা হবে না, সে প্রশ্নও তোলা হয়েছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়