শুক্রবার ২৯ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আশুলিয়া ৬ হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ২১ আগস্ট ২০২৫

আশুলিয়া ৬ হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি সংগৃহীত

আশুলিয়ায় ছয় তরুণকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এদিন উপস্থিত আট আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। সাতজন নিজেদের নির্দোষ দাবি করলেও এক আসামি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক এএসপি মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের লাশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বেঁচে থাকা এক তরুণকেও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ওই নৃশংস ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়