
ছবি সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে ৩ মাসের কন্যা সন্তানকে বিক্রির অভিযোগে মিরাজ উদ্দীন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মিরাজ স্থানীয় এক কিশোরের হাতে শিশুটিকে দিয়ে পালিয়ে যায়, পরে অভিযান চালিয়ে মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির মা আসমাউল হোসনা জানান, স্বামী নিয়মিত মাদক সেবন করত এবং তাকে মারধর করত। সন্তানের বিক্রির খবর পেয়ে তিনি স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে দেওয়া হয়েছে। মিরাজের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।