বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শাল্লার সন্তান অবনী মোহন দাসের প্রস্থানে শোকাচ্ছন্ন সুনামগঞ্জ

দিপংকর বনিক

প্রকাশিত: ২০:৩২, ২ আগস্ট ২০২৫

শাল্লার সন্তান অবনী মোহন দাসের প্রস্থানে শোকাচ্ছন্ন সুনামগঞ্জ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগের নেতা এডভোকেট অবনী মোহন দাস আর নেই। শনিবার (২ আগস্ট) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সুনামগঞ্জের রাজনীতিতে চার দশকের সক্রিয় ভূমিকা রেখে গেলেন প্রবীণ এই আইনজীবী

অবনী মোহন দাস ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সুধীর কুমার দাস ও মাতা প্রমীলাবালা দাস। শিক্ষাজীবনে তিনি ১৯৭৪ সালে এসএসসি, ১৯৭৬ সালে এইচএসসি এবং ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক পথচলা:

১৯৮৪ সালে বাবার পথ অনুসরণ করে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সদস্যপদ লাভের মধ্য দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু হয়। একই বছর কাপ্তানপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সদস্য হয়ে স্থানীয় নেতৃত্বে সক্রিয় হন।

এরপর ১৯৮৫ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। ১৯৯১ সালে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ২০০৪ সালে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ ও ২০০৯ সালে পরপর দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়ন বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সর্বশেষ ২০২৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনের এক বিশেষ বাঁকে, ২০২৫ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পতনের পর সুনামগঞ্জে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সদর থানায় দায়েরকৃত এক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

ব্যক্তিগত জীবন ও সমাজসেবা:

এডভোকেট অবনী মোহন দাস শুধু রাজনীতিক নন, তিনি ছিলেন একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়