বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ১৩ আগস্ট ২০২৫

নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধে সরকার ব্যবস্থা নেবে, তবে এর সফলতা নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর। বুধবার অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কালো টাকার উৎস বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ও সহায়তা দেবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

ড. সালেহউদ্দিন জানান, ঋণ খেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারের লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়