
ছবি সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলা সেপ্টেম্বর মাসে প্রায় ৪২০ মিলিয়ন ডলারের বৈদেশিক বিল পরিশোধ করেছে, যা এক মাসে সর্বোচ্চ। এর ফলে সংস্থাটির বৈদেশিক বকেয়া এখন শূন্য।
পেট্রোবাংলার তথ্যমতে, সেপ্টেম্বরে ১১টি এলএনজি চালানের জন্য ৩৫২ মিলিয়ন ডলার, একটি বহুজাতিক তেল কোম্পানিকে ৩৭ মিলিয়ন এবং ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনকে ৩০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়।
চলতি বছরের শুরুতে বকেয়া ছিল প্রায় ৭৩৭ মিলিয়ন ডলার, যা প্রতিষ্ঠানটি এপ্রিলের মধ্যেই পরিশোধ করে। কর্মকর্তারা জানান, কঠোর আর্থিক শৃঙ্খলা, সরকারের সহায়তা এবং বিপিসি থেকে নেওয়া ২ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদী ঋণ এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে দৈনিক উৎপাদন ছিল ২,৬৯৪ মিলিয়ন ঘনফুট, যা এখন ১,৮০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
সরকার গ্যাস অনুসন্ধান বৃদ্ধি, সিস্টেম লস কমানো ও দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তির উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলে আমদানি ব্যয় নিয়ন্ত্রণে আসবে এবং জ্বালানি খাত আরও স্থিতিশীল হবে।