 
											ছবি সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বেকারের সংখ্যা ভয়ংকর রূপ ধারণ করেনি। তিনি বলেন, “কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জ। এটি মূলত বেসরকারি খাতে হয়। ব্যবসা-বাণিজ্য কিছু সময় মন্থর থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে।”
তিনি মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই মন্তব্য করেন। বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আনা এবং সার সরবরাহ অনুমোদন অন্তর্ভুক্ত।

 
											 
											 
											 
											 
											 
											





























