
ছবি সংগৃহীত
ইপিএসের মাধ্যমে কোরিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা বোয়েসেলের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করেছেন। বুধবার দুপুরে মানববন্ধনের পর তারা ভবনের প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেডের ঘোষণা দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বোয়েসেলের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে বেশি সার্কুলার দিয়ে রোস্টার করায় হাজারো কর্মীর নাম ডিলিট হয়েছে, যা ভবিষ্যতেও হতে পারে। বর্তমানে ২১ হাজার রোস্টারভুক্ত কর্মী ভিসার অপেক্ষায় রয়েছেন।
তাদের তিন দফা দাবি হলো—
১. ২৪ ঘণ্টার মধ্যে বোয়েসেলের এমডি, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ।
২. সংকট সমাধান, ডিলিট হওয়া কর্মীদের পুনঃরোস্টার এবং ভিসা ইস্যু বৃদ্ধিতে কূটনৈতিক হস্তক্ষেপ ও প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠক।
৩. বোয়েসেলের পুরনো অনিয়ম ভেঙে নতুন কাঠামোতে সংস্কার।