
ছবি সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব ও কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্লট, ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ সব কার্যক্রম এর আওতায় আসবে।
রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে আইন ও বিধি অনুযায়ী এ কাজ সম্পন্ন করবে। নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে এবং রাজউককে যথাযথভাবে অবহিত রাখতে হবে।
তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।