
ছবি সংগৃহীত
গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ বিভিন্ন শহরে রাস্তায় নেমে সরকারের পদক্ষেপের বিরোধিতা করেন এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবি জানান।
গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার “নিরাপত্তা নিয়ন্ত্রণ” গ্রহণের নীতি অনুমোদন দেয়। সেনাবাহিনী জানায়, তারা গাজা সিটি দখলের জন্য প্রস্তুত। সমালোচকরা আশঙ্কা করছেন, এই পরিকল্পনা জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে।
জাতিসংঘ, তুরস্ক, যুক্তরাজ্য, জার্মানি, চীনসহ বহু দেশ ও সংস্থা এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস একে “গণহত্যার ধারাবাহিকতা” বলে আখ্যা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।